গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৬৫ সালে মডিউলার কোর্সের আওতায় ০২টি বেসিক ট্রেডে ৩০টি করে ৬০টি আসন নিয়ে গাইবান্ধা শহরের ভি-এইড রোডস্থ ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (ভিটিআই) নামে যাত্রা শুরু করে। অতপর ১৯৯৫ সালে “এসএসসি ও এইচএসসি (ভোকেশনাল) কোর্স প্রবর্তনের লক্ষে ১৩টি নতুন ভিটিআই স্থাপন (যেখানে কোন ভিটিআই বা টিটিসি নাই) এবং বিদ্যমান ৫১টি ভিটিআই এর সংস্কার ও উন্নয়ন শীর্ষক প্রকল্প গ্রহন করা হয়। সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সমন্বয় করে উক্ত প্রকল্পের আওতায় এসএসসি (ভোকেশনাল) কোর্সে ০৪টি ট্রেডে ৩০টি করে ১২০টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। এরপর ১৯৯৮ সালে এইচএসসি (ভোকেশনাল) কোর্সে ০৪টি ট্রেডে ৩০টি করে ১২০টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
ড্রেস মেকিং
ফার্ম মেশিনারী
মেশিন টুলস অপারেশন
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস
Principal, Gaibanda Govt. Technical School and College, Gaibanda.
Phone: 88-054161653
Mobile: 01711578235
Email:tscgaibandha@gmail.com