অবকাঠামো
গাইবান্ধা সরকারী টেকিনিক্যাল স্কুল এন্ড কলেজ গাইবান্ধা জেলার প্রাণকেন্দ্র বোনাপাড়া রোডের সাথে একটি মনোরম, খোলামেলা ও নান্দনিক স্থানে প্রায় চুর্তদিকে প্রাচীর বেষ্টিত ৪.১৬ একর জমির উপর প্রতিষ্ঠানটি অবস্থিত। চারদিকে উচু প্রাচীর দেওয়া ঘেরা গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের রয়েছে এক বিশাল দোতলা একাডেমিক ভবন যাহার প্রতি তলায় চারটি করিয়া রুম রহিয়াছে। ছাত্রছাত্রীদের শ্রেনী কার্যক্রম পরিচালনার জন্য ০৪ রুম বিশিষ্ট ০১ টি টিনশেড সেমি পাকা বিল্ডিং, ০২ টি বিশাল ওয়ার্কশপ (পাকা দালান), ০১ টি বিজ্ঞানাগার, ০৪ রুম বিশিষ্ট প্রশাসনিক ভবন, ০১ টি লাইব্রেরী ও একটি প্রধান স্টোর রহিয়াছে। ইহা ছাড়াও অত্র প্রতিষ্ঠানে প্রয়োজনীয় টয়লেট, বাথরুম নির্মান করা হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি আবাসিক ষ্ট্যাফ কোয়াটার (০৪ ফ্লাট বিশিষ্ট) এবং একটি পরিত্যাক্ত সুপারিনটেনডেন্ট কোয়াটার রহিয়াছে।। এছাড়া শিক্ষার্থীদের প্রশিক্ষনের জন্য রয়েছে চারটি অত্যাধুনিক হেভি ইক্যুইমেন্ট সম্বলিত ওয়ার্কশপ, দুইটি সাইন্স ল্যাব, দুইটি মাল্টিমিডিয়া কম্পিউটার ল্যাব। শিক্ষার্থীদের খেলাধূলার জন্য রয়েছে এক বিশাল খেলার মাঠ ও শারিরিক শিক্ষা প্রশিক্ষনের জন্য প্রশিক্ষণ গ্রাউন্ড। কো-কারিকুলাম কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে এক বিশাল অডিটেরিয়াম এবং একটি কনফারেন্স/মিটিং রুম। শিক্ষকদের জন্য রয়েছে কমন রুম । গাইবান্ধা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা আলাদা একাধিক স্বাস্থ্যসম্মত টয়েলেট, রিফ্রেশ রুম ।
অবকাঠামোগত উন্নয়নঃ
· মেশিন টুলস অপারেশন ট্রেডের ওয়ার্কশপ সংস্কার করণ।
· ফার্ম মেশিনারী ট্রেডের ওয়ার্কশপ সংস্কার করণ।
· একাডেমিক ভবন সংস্কার করণ।
· ইলেকট্রিক্যাল ওয়্যারিং বুথ নির্মাণ করণ।
· নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নেসকো এর সহযোগীতায় আভ্যন্তরীণ বিদ্যুৎ লাইন সংস্কার
· সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করার জন্য আইপিএস ও সোলার প্যানেল স্থাপন করণ।
· শিক্ষার্থীদের মানসম্মত টয়লেটের সুযোগ সুবিধা বৃদ্ধি।
· সুপেয় পানির ব্যবস্থা করণ।
· কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য বিধি অনুসরণের নিমিত্ত হ্যান্ড সেনিটাইজার ও হাত ধৌত করনের সুযোগ সুবিধা বৃদ্ধি করণ
· প্রতিষ্ঠানে সার্বক্ষনিক ইন্টারনেট চালু রাখার নিমিত্ত আরও একটি ব্রড ব্যান্ড নতুন সংযোগ স্থাপন।
· প্রতিষ্ঠানে আইসিটি সেল স্থাপন ।
· প্রতিষ্ঠানের ওয়েব সাইট নিয়মিত আপডেট করণ ।
· সিটিজেন চার্টার আধুনিকায়ন করণ।
· সেমিনার কক্ষ সু-সজ্জ্বিত করণ।
· অভিযোগ বক্স স্থাপন।
· আইসিটি ল্যাব স্থাপন।
· বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ (প্রস্তাবিত)।
· শিক্ষক-কর্মচারীদের জন্য বহুতল বিশিষ্ট ডরমেটরী নির্মাণ (প্রস্তাবিত)।
· প্রশাসনিক ভবনের মেরামত ও সংস্কার করণ (প্রস্তাবিত)।
· প্রতিষ্ঠানে ট্রেড ভিত্তিক অত্যাধুনিক ও যুগোপযোগী ল্যাব/ওয়ার্কশপ স’াপন (প্রস্তাবিত)।
· প্রতিষ্ঠানের নীচুভুমি ভরাট করণ প্রক্রিয়াধীন
· চাহিদা মোতাবেক আসবাবপত্র সরবরাহ করণ
· যুগোপযোগী এবং অত্যাধুনিক একটি ক¤িপউটার ল্যাব স’াপন (প্রস্তাবিত)।
25876