প্রশিক্ষন ( শর্ট কোর্স)
প্রশিক্ষন ( শর্ট কোর্স)
২০০৩ সাল থেকে অত্র প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে সৎ, যোগ্য ও আলোকিত দক্ষ মানুষ গড়ার মাধ্যমে একটি সুশৃংখল জাতি গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি গাইবান্ধা জেলার একটি মাত্র সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বদ্ধ পরিকর। যেসব বিষয়ের উপর আমাদের প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনায় রয়েছে তা হলোঃ
১। অটোমোবাইল কাম ড্রাইভিং
২। কম্পিউটার শর্ট কোর্স
অটোমোবাইল কাম ড্রাইভিং
ভর্তি সংক্রান্তঃ গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বেসিক কোর্সের মেয়াদ কাল ৬মাস। জানুয়ারি এবং জুলাই সেশনে শিক্ষার্থী ভর্তি হতে পাড়ে। প্রতি সেশনে আসন সংখ্যা ৪০ জন করে। প্রশিক্ষণ গ্রহন করার পর বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কতৃক সনদ প্রদান করা হবে। উক্ত কোর্সে ভর্তি হওয়ার জন্য নূন্যতম এসএসসি পাশ হতে হবে। ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ একাডেমিক সেকশন, ইমেইলঃ tscgaibandha@gmail.com
বেসিক কম্পিউটা্র এপ্ল্যিকেশনস ট্রেনিং
গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য রয়েছে একটি হেভি ইকুয়মেন্ট, উন্নত্নেমানের মাল্টিমিডিয়া, স্পীকার সম্বলিত ল্যাব। এই কম্পিউটার ল্যাবে প্রশিক্ষনের জন্য রয়েছে একটি ৩০টির উপর হাই কনফিগারেশন কম্পিউটার এবং ০৫টি উন্নতমানের ল্যাপটপ।
ভর্তি সংক্রান্তঃ গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বেসিক কোর্সের মেয়াদ কাল ৬মাস। জানুয়ারি এবং জুলাই সেশনে শিক্ষার্থী ভর্তি হতে পাড়ে। প্রতি সেশনে আসন সংখ্যা ৪০ জন করে। প্রশিক্ষণ গ্রহন করার পর বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কতৃক সনদ প্রদান করা হবে। উক্ত কোর্সে ভর্তি হওয়ার জন্য নূন্যতম এসএসসি পাশ হতে হবে। ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ একাডেমিক সেকশন, ইমেইলঃ tscgaibandha@gmail.com
25876